المدة الزمنية 5:49

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: বিবিসি বাংলার জরিপে ১১ নম্বরে মীর নিসার আলী তিতুমীর

155 مشاهدة
0
3
تم نشره في 2020/05/25

# The greatest Bengali of all time: Mir Nisar Ali Titumir ranked 11th in BBC Bangla survey ======================================================================= #Mir_Nisar_Ali_Titumir In 2004, BBC Bangla organized an 'Audience Survey'. The question was - who is the greatest Bengali of all time? The 30-day survey was broadcast on BBC Bangla from March 26 to April 15, 2004. Mir Nisar Ali Titumir came 11th in the list of top twenty Bengalis nominated by the listeners in that BBC Bangla survey. Today is his life story. Revolutionary, rebellious Mir Nasir Ali is better known as Shaheed Titumir. He not only fought against the British rulers, he organized the peasants against the zamindars of Bengal, building resistance from his bamboo fort. Mir Nisar Ali Titumir has made a name for himself in the history of the Indian subcontinent's freedom struggle. He was the first to die fighting against the East India Company. Mir Nisar Ali Titumir was born in 182 in the village of Chandpur in the Barasat subdivision of the 24 Parganas district of West Bengal. Father Syed Mir Hasan Ali and mother Abida Rokeya Khatun. After completing his primary education in a village school, he studied at a local madrasa. He learned the Qur'an and Hadith at an early age. While staying in Makkah to perform the holy Hajj, he became a disciple of Syed Ahmad Shahid, the pioneer of the liberation struggle of Titumir. Returning to the country in 1828, he devoted himself to social reform. # সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: বিবিসি বাংলার জরিপে ১১ নম্বরে মীর নিসার আলী তিতুমীর =================================================================== দু'হাজার চার সালে বিবিসি বাংলা একটি 'শ্রোতা জরিপ'-এর আয়োজন করে। বিষয়টি ছিলো - সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে? তিরিশ দিনের ওপর চালানো জরিপে শ্রোতাদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ ২০জনের জীবন নিয়ে বিবিসি বাংলায় বেতার অনুষ্ঠান পরিবেশিত হয় ২০০৪-এর ২৬শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত। বিবিসি বাংলার সেই জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ কুড়িজন বাঙালির তালিকায় ১১ তম স্থানে আসেন মীর নিসার আলী তিতুমীর। আজ তাঁর জীবন-কথা। বিপ্লবী, বিদ্রোহী মীর নাসির আলী বেশি পরিচিত শহীদ তিতুমীর হিসাবে। তিনি শুধু ব্রিটিশ শাসকদের বিরুদ্ধেই লড়াই করেননি, তিনি বাংলার জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাঁর বাঁশের কেল্লা থেকে। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মীর নিসার আলী তিতুমীরের নাম উজ্জল হয়ে আছে। তিনি সর্বপ্রথম ইস্ট ইণ্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করে মৃত্যুবরণ করেছিলেন। মীর নিসার আলী তিতুমীরের জন্ম ১৭৮২ সালে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বারাসত মহকুমার চাঁদপুর গ্রামে। বাবা সৈয়দ মীর হাসান আলী এবং মা আবিদা রোকেয়া খাতুন। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষাগ্রহণের পর তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন। কোরান ও হাদিস বিষয়ে অল্প বয়সেই তিনি পাণ্ডিত্য লাভ করেন। পবিত্র হজ্জ পালন করতে গিয়ে মক্কায় অবস্থানকালে তিতুমীর মুক্তি সংগ্রামের পথপ্রদর্শক সৈয়দ আহমদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন। ১৮২৭ সালে দেশে ফিরে গিয়ে তিনি সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন।

الفئة

عرض المزيد

تعليقات - 0